Live MCQ বাংলাবিদ ব্যাকরণ এর সংশোধনীসমূহ

Did you find anything wrong? Submit Error Report

1st Edition

Page NumberError Description
0

Live MCQ বাংলাবিদ ব্যাকরণ বইয়ের সূচিপত্রে পেইজ নম্বরে একটি ভুল আছে।
❌ ৪১ নং অধ্যায়ের ‘অনুবাদ’ অংশটির পৃষ্ঠা নম্বর দেওয়া রয়েছে ⎯ ৭৪৬ – ৭৬৮।
✅ প্রকৃতপক্ষে অনুবাদ অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হবে ⎯ ৭৪৬ – ৭৬১

171

❌ ৭। খণ্ডিত শব্দ নির্দেশ করুন?  উত্তর: ক. বেহেড
✅ ৭। খণ্ডিত শব্দ নির্দেশ করুন?  উত্তর: গ. ফোন 

268

❌  ২৩. কোন সমাসে উভয়পদই বিশেষ্য? উত্তর: গ. কর্মধারয়
✅  ২৩. কোন সমাসে উভয়পদই বিশেষ্য? উত্তর: ক. দ্বন্দ্ব ও গ. কর্মধারয় উভয়ই সঠিক।

286

❌  নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি মনে রাখার টেকনিক:
শব্দ: সীমন্ত; সন্ধিবিচ্ছেদ: সীমন+অন্ত; যা হয়েছে: অ+অ = অ (সীমন্ত); যা হওয়ার কথা ছিল: অ+আ = সীমান্ত 
✅ নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি মনে রাখার টেকনিক:
শব্দ: সীমন্ত; সন্ধিবিচ্ছেদ: সীমন+অন্ত; যা হয়েছে: অ+অ = অ (সীমন্ত); যা হওয়ার কথা ছিল: অ+অ = আ (সীমান্ত)

295

বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জনসন্ধি:
❌ মূল শব্দ: পরিষ্কার; সন্ধিবিচ্ছেদ: পরি + কৃত
✅ মূল শব্দ: পরিষ্কার; সন্ধিবিচ্ছেদ: পরি + কার

393

মুদ্রণ প্রমাদ সংশোধন:
❌ ৩৮। উদাহরণ: পাছে লোকে কিছু বলে  ব্যাখ্যা: কে বলে? উ. লোকে  কারক ও বিভক্তি: কর্তায় সপ্তমী
৩৮। উদাহরণ: পাছে লোকে কিছু বলে  ব্যাখ্যা: কে বলে? উ. লোকে  কারক ও বিভক্তি: কর্তায় দ্বিতীয়া 

443

মুদ্রণ প্রমাদ সংশোধন:
❌ ১১৬. পরিহবহন/ পরিবহণ 
✅ ১১৬. পরিবহন/ পরিবহণ

❌ ১১৯. পরে/পরবর্তী/পরর্তীতে 
✅ ১১৯. পরে/পরবর্তী/পরবর্তীতে 

445

মুদ্রণ প্রমাদ সংশোধন:
❌ ১৪৯. মোসাম্মৎ/মোসম্মৎ/মুসম্ম
                              ৎ 
✅ ১৪৯. মোসাম্মৎ/মোসম্মৎ/মুসম্মৎ

447

মুদ্রণ প্রমাদ সংশোধন:
❌ ১৭৪. সবস্বান্ত ও সর্বশান্ত 
✅ ১৭৪. সর্বস্বান্ত ও সর্বশান্ত 

450


  অশুদ্ধ: ঘূর্ণীয়মান শুদ্ধ: ঘূর্ণীয়মান
✅  অশুদ্ধ: ঘূর্ণীয়মান শুদ্ধ: ঘূর্ণায়মান/ঘূর্ণ্যমান/ঘূর্ণমান 

656

মুদ্রণ প্রমাদ সংশোধন:
 ৭.  ‘গৌরব’ -এর বিপরীতার্থক কী?  উত্তর: গ. অমর্যাদা
✅  ৭.  ‘গৌরব’ -এর বিপরীতার্থক কী?  উত্তর: ঘ. লজ্জা
ব্যাখ্যা: গৌরবের বিপরীতার্থক শব্দ ‘লজ্জা’ ও ‘অমর্যাদা’ দুইটিই হয়। তবে অপশনে ‘লজ্জা’ ও ‘অমর্যাদা’ দুইটিই থাকলে সঠিক উত্তর ‘লজ্জা’ দিতে হবে।

673

❌  ১০. ‘কারকিত’ শব্দটির অর্থ কোনটি? উত্তর: ক. কৃষিজমি 
✅  ১০. ‘কারকিত’ শব্দটির অর্থ কোনটি? উত্তর: খ. কৃষিকর্ম

673

❌  ১৪. ‘ইতিকথা’ শব্দের অর্থ কী? উত্তর: খ. ইতিহাস 
✅  ১৪. ‘ইতিকথা’ শব্দের অর্থ কী? উত্তর: গ. কাহিনি
ব্যাখ্যা: ‘ইতিকথা’ শব্দের অর্থ কাহিনি/কল্পকাহিনি/ইতিহাস। উত্তরের অপশনে ‘কাহিনি/কল্পকাহিনি’ না থাকলে ‘ইতিহাস’ উত্তর করতে হবে। 

725

Elcetion Commission: নির্বাচন কমিশন
Election Commission: নির্বাচন কমিশন 

730

মুদ্রণ প্রমাদ সংশোধন:
Flaxible : নমনীয়
Flexible : নমনীয়

741

মুদ্রণ প্রমাদ সংশোধন:
১৩. Masic Realism-এর পারিভাষিক শব্দ হচ্ছে- জাদুবাস্তবতাবাদ 
✅ ১৩. Magic Realism-এর পারিভাষিক শব্দ হচ্ছে- জাদুবাস্তবতাবাদ 

Scroll to Top